কালশী
lais·sez-faire
কবরস্থানের সীমানার কাছে দাঁড়িয়ে কালশীর কথা মনে হয়।
কালশী ফুরিয়ে গেলে কালশী শুরু হয়।
কালান্তক শব্দটির মত।
ক্ষুধার অবাস্তব বাস্তবতার মত, অথবা রং ফুরিয়ে যাওয়া সিঁদুর কৌটার মত ,
যা বলতে পারেনি দাতব্য আর ব্যক্তিগত মূলধনের মধ্যে পুঁজির রসদ আসলে কোথায় , কতটুকু !
মরতে ইচ্ছে করে আসলেই !
শেষ কথা কোনোটিই নয় জীবনে , পুরোপুরি শেষ হয়ে না যাওয়া পর্যন্ত, হৃদপিণ্ডের ধুকধুকপুকুনির মত।
তোমাকে জড়িয়ে ধরলে, কার হৃদপিণ্ডের শব্দ সত্যি? পরস্পর বিপরীত বলতে কি বোঝায়?
বিতর্ক না বোঝাপড়া ?
তুমি চোখ টিপলে। বলা উচিত ছিল, তুমি চোখ মুদলে, প্রায় মোদী কে সম্মানে তৎসম শব্দটিকেও বোঝার সুযোগ দিয়ে , তবে তোমাকে এখানে চিনি বোধহয়, এতদিন ধরে!
শ্বাশুড়ী কি গত? কেমন করে হলো এসব?
.........তোমাদের!
এপ্রিল ১৬ , ২০২৩
তথ্যসুত্র
https://en.banglapedia.org/index.php/Bangla_Language