ক'দিন ধরে মির্জাপুর চায়ের জন্যে হন্যে হয়ে আছি
ইন্টারনেটে খুঁজতে গিয়ে নিজেকে জাহানারা ইমামের মত মনে হয়
একাত্তরের দিনগুলি বইটির গোড়ার দিকের পৃষ্ঠায়
তিনি পূর্ব পাকিস্তানের তৈরী পণ্যের অপ্রতুলতার কথা বলছিলেন।
আমি ক্ষুরধার যুক্তিতে নিজেকে বোঝাই ,
একাত্তরের দিনগুলি বইটি কেন পুরোটাই একান্তভাবে রূমীর গল্প
কারণ, রুমীর চেনা মেয়েটির গল্প জাহানারার স্বরে থাকে
কিন্তু জাহানারার স্বরে অনুচ্চারিত ব প্রশ্নে লুকিয়ে থাকে, অনুক্তি।
আমি উল্টোদিকের যোদ্ধা হিসেবে দেশ-বিদেশের মায়েদের উলের প্যাটার্ন,
বা উলের সোজা উল্টো বোনার গল্পের কথাও বলতে পারি , স্বচ্ছন্দে।
মায়ের হাতের তুলো, সাদা, গোলাপী, কাঁচের ভেতর, সুন্দরতম শো পিস,
একটা দেশলাইয়ের বাক্স কিভাবে কুশলী হাতে নীলচে সোফা হয়ে ওঠে।
পুতুলের বিয়ে হয় , খুন্তিতে গরম ফিরনী।
ওরা বলে, বিয়ে এতো যথেচ্ছাচারী কেন? পুতুল কি যথেষ্ট বিষয়ী নয় ?
আমি , বলি, রুমীর মত , ও ওর ভবিতব্য জানে, যেখানে, সংসার ওকে নেয়ই নি।
ও মিনিকেট, রানা -সোহানা ইত্যাদিতে মাসুদ হয়ে ভীষণভাবে মোহাম্মদ আব্দুল্লাহ কাফী কে খুঁজছে
কারণ ওকে কেউ বলেনি , "বহুত খুব , কাফী হ্যায়।"
https://en.banglapedia.org/index.php/Kafi,_M_Abdullahil