নাম নিয়ে বড় বেশী বিড়ন্বনাতে ভুগছি আজকাল
ঘরের বেড়াল জানালার কাছে কুন্ডলী পাকিয়ে থাকে।
তার অস্পষ্ট উচ্চারণে, মনে হয় কিটকি , কিটকি !
কেবলই মনে হতে থাকে অমিত কি কেতকীকে খুঁজলো ?
লো-বাজেটের সাবানের বিজ্ঞাপনের মতন, স্বল্পায়ু , সক্ষম!
এক নামে আর কি আসে যায় !
এক অন্তর্জাল সহস্র জীবনানন্দকে ফিরিয়ে দেয়, শত খন্ডে।
কোথাও বাড়ী ফেরার শেষ তাগিদটুকুও মুছে যেতে থাকে, ধীরে ধীরে
দিনান্তের কণ্ঠের সুর , অন্তর্জালে সংসার অপুর, কোথায় পাবো তারে!
আসে কিংবা যায়, তার কোনো নীড়েই বোধহয়, ভোরের প্রত্যয়ে রোজকার বোলপুর।
জুন ২২ , ২০২২
তাহসান নামে একজন প্রখ্যাত গায়ক আছেন, তাহসিন নামেও ,তবে এটি আসলেই অন্তর্জালের ব্যাপক বিচ্ছিন্ন উদ্ভাবনের কথা মাথায় রেখে লেখা, যা মূল সমস্যাকে বুঝতে গিয়ে অনেক সময়ই বিচ্ছিন্নতা বাড়িয়ে ফেলে।