নুন মশলায় রসনা প্রয়াস ,
খাবার পাত্র, জলের গেলাস |
তৃপ্তি ঢেকুর , গ্যাসের বড়ি
ঘুরছে সময় ,তিন কাঁটায় ঘড়ি |
হালকা সাধন , কঠিন বাঁধন
হিসেবে কষা ডিম ঝোলে দহন |
চোখের কোনে হেসে গেলে তবু
সুরের পানে , দূরের পানে কভু |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.