হে আল্লাহ,
ক্ষমা করো মোর পাপ
সাহসেতে বুক ভরে দাও মোর, দৃঢ়তায় সন্তাপ
অবিচল রেখো মন
মুনাজাতে রেখো অবিচল স্থির , আশাবাদী এই প্রাণ
বহি শ্বাসরোধী পল ...
দয়া চাই তব করুণা ধারার , দৃঢ় মুষ্ঠির বল
অনিশ্চিত এ সময়..
জ্ঞান চাই আজ ঔদার্যের , জ্ঞান দাও দয়াময়
ওহে অন্তর্যামী ,
নিষ্ঠা যোগাও সকল প্রাণেতে , দুরাচারে উপশমি
তোমা ভিন কেউ নয়
নির্মোহ তব করুণায় যাচি , জগৎ পুন্যময়