শৈশবের গুড়মুড়ি খেতে খেতে হরদমই শুনি ফোকলা দাঁতের হাসি
বাপের আমল চলে এখন, দূরের পথে বাজছে দেখি নয়াপাতার বাঁশি |
জলদ স্বরে পুঁথি ডাকে , পুঁটি মাছে , পুঁই , পুদিনায় লকলকিয়ে
দেখছি কথা সত্য বটে , তবুও বৃষ্টি ডাকে আমায় রিমঝিমিয়ে |
দাঁড়িয়ে থেকো , হারিয়ে শেখো , কত কথাই উড়তে থাকে বনবনিয়ে
সোনার আলো ফুটতে থাকে ,কাঁসার সোনার সশব্দ তান, ঝনঝনিয়ে |
দেখছি তুমি সরেজমিন , বিচার আচার ঈষৎ জোড়া , ঈষৎ ট্যারা , কোমল ভ্রাতা ,
পরিবারের বিষয় আশয় কিছু নাজুক, কিছু বাজুক এই তো বোধহয় মোদ্দা কথা |
রক্তের ভাই , ওয়াক্তের ভাই , কত ভাইয়ে বাজতে থাকে ঢাকের পিঠে , কত কই ?
আদিম কালের চাঁদিম গোছের ভাইও মেলে , এক্কেবারে ঝাঁ চকচকে ছবির বই |