তোমাকে বলতে হবে, স্পষ্টভাবে
তুমি কি চাও?
চাই তো অনেক কিছু !
জীবনে চাইবার কি শেষ আছে ?
তুমি চাও না?
সেটা পরবর্তী প্রশ্ন।
দ্বিতীয় ধাপ।
প্রথম ধাপ পেরোনোর পথ একটাই।
স্পষ্ট সত্যকথন।
জীবনে স্পষ্ট কোনো সত্যকথন নেই।
শহরফেরতা ছেলের জন্য
মায়ের মুড়কি,নারকোলে কোনো স্পষ্ট সত্য নেই
স্পষ্ট সত্য একটা শহুরে বাতিক,
কেটেছেঁটে নগরদর্শনের মতন
কষ্টের কোনো পটভূমিকা নেই,
তোমায় জানতে হবে বা হবেনা।
এর মাঝামাঝি কিছু নেই,
ছিলোনা কোনোদিনও।