আজ বাজাও তোমার সেই বীণাটি
বাজাও সুরের প্রবল নাচন - টানে |
আর নতুন দিনের ছোঁয়া লাগুক প্রাণে
আজি নতুন করে ভোরের নতুন গানে |
দিবস ব্যাপী বর্ণবহুল বিভার অবসানে
পড়ে থাকে অমানিশা, তীব্র আঁধারকালো |
পড়ে থাকে কথা কিছু, অনেক কালের যতন
সত্য আমার বুকের মাঝার , সত্য আমার ভালো |