"অনিন্দিতা , মনে আছে আমার কথা ?"
"তুমি আমার নাম্বার পেলে কোথা থেকে ?"
"জোগাড় করেছি , কিছুটা কষ্টই হয়েছে , কেন ?..."
"কিছু না, ভাবছি, নাম্বারটা আবার পাল্টাতে হবে, "
"কেন ?"
"ঠিকানাতে খালি হাইপোথিসিস আসে তো, তাই
to be or not to be ..."
"বুঝিয়ে বলবে ?"
"আর বুঝে কাজ নেই ,
একটা বই খুঁজছি , নিজের জন্য ,"
"কি বই ?"
"সঠিক নিয়মে লেখাপড়া , বিদ্যুৎ মিত্রের,"
"ভালো উদ্যোগ , পরীক্ষা কবে?"
"গতকাল পার হয়ে গেছে ,"
"বলো কি?"
"তবে আর বলছি কি , সব ঠুনকো আর চওড়া,"
"সে কি ! ঠুনকো আর চওড়া কিসে ?"
"পড়াশোনা, আর কি ?"