ছবিটি ইদানীং কালের একটি ভাইরাল ছবি
বুঁদ সময়ের স্রোতে ভেসে যেতে যেতে চমকে ওঠা ...
একজন বর্ষীয়ান ফিলিস্তিনির ভাসমান সময়ের ছবি
বিশদ বিবরণের অপেক্ষা না করেই যা নির্মম ভাবে বাস্তব
নিষ্ঠূর, নিষ্কম্প এবং বাস্তব |
সময় , তুমি কেন স্থবির হয়ে নেই ?
আসহাবে কাহ্ফ এর যুবকদের মতো কেন তুমি ঘুমন্ত, নিদ্রিত নও ?
প্রতিটি দিন যে বুকের বারুদের গন্ধে পোড়া !
আমরা পেরিয়ে যাই, হারিয়ে ফেলি সকল প্রত্যয়
স্বপ্ন যেন রাজপথে থেঁতলে পড়ে থাকা সরল চোখের জন্তুটি মাত্র |