কখনো টাই ফাঁস হয়ে
গলায় চেপে বসলে ,
জেনো আরেক সত্য অমোঘ |
মানুষ ঠনঠনা কর্দমের দলা মাত্র
কেবলি বাজে , কেবলই বেজে যায় |
কখনো টাই ফাঁস হয়ে
গলায় চেপে বসলে
অতিরিক্ত বাঁধনটুকু নাই বা জড়ালে |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.