তোমার কাছ থেকে দূরে গিয়ে
ফিরে ফিরে আসতে হয় যে বারবার !
অসীম সংযম, নিষিদ্ধ সংগীত
ভুলে যাই এ তো সব হৃদয়ের কারবার !
তোমাকে চিঠি লিখছি , খুব তাড়াহুড়ো
একবার বলতে পারবে কি সত্যটাকে ?
ক্ষতবিক্ষত হৃদয়, কাগুজে হাহাকার
ক্রমাগত, ক্রমাগতভাবে স্মৃতির বিস্ময় !
খুব রাতে স্বপ্নটাকে বোবায় ধরে ফেললে
ছটফট করতে থাকা শরীরটার মতন
আমিও আবিষ্কার করি প্রচন্ড যন্ত্রনা
সামনে,পেছনে, অতীতে, বর্তমানে ....
হয়তো আরো কিছু পড়া যেত,তবু ঝাপসা
বাদামের খোসা সরিয়ে আর কত চেষ্টা !
অক্ষরগুলো ঝাপসা ভাপে চোখে ভাসে
কোনো এক বেকার যুবক-হৃদয়ের অতীতে |
গল্পটা অন্যরকম হতে পারতো , খুব !
রবিকরে, বিদ্রোহের বাঁশিতে , সুরে
তবু গল্পটা নিতান্ত এক রৈখিক থাকে
সমাপ্তিতে, বয়ানে আর যাতনার দহনে |