জীবনের গতি প্রগতি , গূঢ় সেসব সত্য কথন
কেমন লাগে বলতো ভাবতে ?
কারো চাপিয়ে দেয়া ছকে বাঁধা জীবন যাপন ?
তুমি তাকিয়ে ছিলে, আমি জানিনা
তুমি কিছু শুনছিলে কিনা ,
তোমার দৃষ্টিতে একধরণের শূন্যতা ছিল ....
আমি তোমাকে বুঝতে পারিনি, কখনো |
আমার চোখে ঘুমের লেশমাত্র নেই
তোমার বইটা পড়ে আছে একপাশে
শেষ করবার বিন্দুমাত্র তাড়া নেই কোন
তবু সবকিছুই তো শেষ হয় , নিয়ম মাফিক
আমার আর কিছু বলতে ইচ্ছে হয়নি,
বলতে পারিনি |
বইটার মধ্যে কাঁথামুড়ি দেয়া
তোমার ঘুমোনোর একটা ছবি ছিল ....
কেউ তোমাকে কখনো বলেনি,
তোমার মধ্যেও একধরণের শূন্যতা আছে !
আজ এই টুকুই বলতে পারি ,
সকল সকাল আলোতে ফোটেনা
সকল শূন্যতাও নিরঙ্কুশ নয়,
তবু কেন বোধ হয় , শূন্যতায় সকল সময় !