ভারী বর্ষণের পরে সূর্য উঠলে
পৃথিবীকে আবার পরিচ্ছন্ন,
আলোকিত মনে হয় ,
মনে হয়, নিশ্চিত ভাবে
জীবনের ও একটা গতি হবে বোধহয় ,
কথাটি আর আপেক্ষিক সম্ভাবনা র কথা নয়,
একেবারে হয়তো নিশ্চিত ভবিষ্যতের কথাই , সকলের |
আর সেই এক মুহূর্তে ভাবতে থাকি সকল সকালবেলার দীঘল সুরে,
আর ভাবতে থাকি একমনে , দরজাটা খুলছে কি তোমার? এইবার ?