একটা সহজ শব্দ বলো
বুঝতে চেষ্টা করি |
একটা সহজ সত্য ধাঁধা
সহজ সমাধা করি |
মিছেই শুধু ধানাইপানাই
মিছেই ঘ্যানঘ্যান ,
কোনো সহজ অলিগলির
তীব্র প্রবল ধ্যান |
সুতোয় সুতোয় নাটাই এখন
সুস্থির কোনো ক্ষণে ,
সহজ তোমায় মুক্তি দিলাম
খুঁজবো না আর মনে |