'ইদানীং নিজেকে খুব কেন্দ্রীয় চরিত্র মনে হয় |'
'কোন ছবির ?'
'একটা গল্পের , সদানন্দের ক্ষুদে জগৎ | '
'কেন ?'
'ও যে পিঁপড়েদের কথা বুঝতে পারতো !'
'বেশ , বুঝলাম |'
'আজকাল একটা টার্গেট নিয়ে রাঁধি, গন্তব্যের ',
'যেমন ?'
'রান্না একটি শিল্প ... তবে....'
'তবে ?'
'রাঁধতে গেলেই মনে হয় দূরে বাঁশি বাজছে !'
'তাও বুঝলাম |'
'কথা শেষ হয়নি যে !'
'তবে?'
'বাঁশিটাকে পাতার বাঁশি বানাতে হলে ঠিক কতখানি ছাড় দিতে হবে, বলতে পারো ?'
'আবার বলবে ? বুঝিনি |'