সারি সারি লাশের ভেতর
কি কথা থাকে তবু , নীল আসমান ?
কি কথা থাকে আজও
সরিষার ক্ষেতে হলুদিয়া বরণের ভেতর ?
বারবার কতবার কবর দিবা আর ,
আয়শারে,রাবেয়ারে,খাদিজারে ?
কত বার মরে তারা গল্পের ভেতর ?
হিসেবে তোমার নয়তো আমার?
আমি কে? এক চুনোপুঁটি লেখক মাত্র ,
লিখে যাই ,লিখে খাই, লিখে পাই
মাথার ভেতর পচনের সুর ,
নীল মাছি ভনভন করে এক গলিত লাশের ভেতর
তবু যদি কোনোদিন , ভুল করে ভুল স্বরে ,
বাড়ী ভরে এক অজানার সম্ভাবনায়
ভুলে যাবো সেইদিন , ঘরপোড়া গরুটিকে ,
সিঁদুরে মেঘের কালজয়ী প্রত্যাশায় ||