বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা শুকনো পাতার পর
আলো ঝরে,আর আলতো হাসে পাতার স্বয়ংবর |
হাসতে থাকে কোমল আলো , প্রতি নিমেষ ক্ষণ
আর ফুরায় বেলা , সকল খেলা, সকল আয়োজন |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.