ঘন ধোঁয়ায় চেনা সকল মুখও কেন যে অস্পষ্ট বোধ হয় !
চেনা ভাতের হাঁড়ি, ধোঁয়ার কুন্ডলীসারি, ক্রান্তিকালের দায়
ক্ষুধা বোধ অদ্ভুত এক ব্যাকরণ মেনে চলে, সনাতন
যার ধর্ম কখনো প্রকাশ্য, কখনো বা একান্ত গোপন |
আমি তবু তাকিয়ে থাকি, অস্পষ্ট মুখ টিকে চেনবার দুর্দম প্রয়াসে
বৃথা চেষ্টা শত , হৃদয়ের ক্ষত যত, অব্যক্তই থাকে শত প্রকাশে |
চিনি নি এখনো স্পষ্ট তারে, ভাবনার শত অবসরে, পূর্বাভাসের মর্মমূলে
শুধু থাকে আবাহন, এই জীবনের আভরণ , শত সুরের ছিন্ন মুকুল তলে |