আলোর ছটায়, ভোরের বেলায় , সে মুখর পাখির স্বরে
ক্লান্তি ঘুচে , বেদনা মুছে , আর আলোক ভুবন জুড়ে |
সকল গ্লানি , সকল জরা , সূক্ষ্ম কারণ, জীবন পোড়া
তবুও আশা, ভালোবাসা , ছুটতে থাকে স্বপন ঘোড়া |
ফেলে আসা পথের টান, ভুলে যাওয়া পথের গান
পড়ছে মনে ভীষণ ! জেনো, চূর্ণ করে হৃদয় খান !
শুধায় তোমার আরশি খানি, ' পাষাণহৃদয় ওরে !
বুকটি কেন কাঁপেনা তোর? মায়া কই অন্তরে ? '
মায়ায় যদি বক্ষ চিরি , বিদীর্ণ হয় সকল কুহক মম
কি যায় আসে ? কি লাভ তাতে ? শোনো অন্তর তম !
এই কাঁপতে থাকা আঙুল গুলো জীবন ছুঁতো যখন
গলতো সদাই বাঁচতে চাওয়া , পলকা ছুতোর সমন |
সকল পুড়ে ছাই হলে পর , ঘোর ভস্ম মাঝে দেখি
ঠায় ছড়িয়ে আছে শস্য কণা , ঝাঁক কবুতরের টুকি |
চোখ ভরে আজ ভোরের আলোয় , কুড়িয়ে পাওয়া পথে ,
অপ্রাপ্তিতে সকল সাধন , শুধু রোদ্দুর দেখি কোনো নথে |