মনে করো, হাঁটছি আর হাঁটছি ...
হঠাৎ করে দেখলাম এক ঝাঁক পাখি
দিগন্তে পূর্বাভাসের মতো আবির্ভূত ...
তুমি বলবে,' বলো তো , পূব থেকে পশ্চিমে গেলো?
না, পশ্চিম থেকে পূবে?' খিলখিলিয়ে হেসে |
'ইদানীং শক্ত শক্ত ইংরেজি শব্দ শিখছি ...'
'যেমন?'
'এই যেমন ধরো, syncretism , কেমন ?'
'কি দাঁড়ালো তাহলে?'
'দাঁড়ালো....একটা আমে দুধে মিশে যাবার চেষ্টা
ধর্ম নিয়ে, তত্ব নিয়ে , একটা আরোপিত প্রয়াস ...'
'যেমন তোমার সাহিত্যচর্চা ?'
'ঠিক তা নয় ,
তবে, খুব প্রশ্ন জাগে, মুক্ত বুদ্ধি নিয়ে '
'কেমন?'
'আলোটা ক্রমাগত ঘাঁটাঘাঁটি করে যে ,
স্রষ্টাকে আগাছা ভেবে !
স্রষ্টা তো তা নন !'
Tamanna Ferdous
2/4/2019