একটার পর একটা দিন আসে ,
বন্ধ দরজার ভেতর পায়চারী
নিজেকে বলি, ফি আমানিল্লাহ,
অং সান সূচীর কথা মনে হতে থাকে,
অসুখে, বিসুখে।
হলি ক্রস, হলি গ্রেইল বা
তৎসম বন্ধুত্বে অপার বিশ্বাসের সূত্রধারী সত্য,
হলি আর্টিজান কে যদি পরিচয় করাতে হয়,
কাকে দশ দেবে? কাকে দোষ দেবে?
বাড়ীর পুরুষ্ট মুরগিটিকে উৎসর্গ করাই
গৃহস্থ বাড়ীর পবিত্র দায়িত্ব,
রীতিসিদ্ধ, নীতিনির্ধারণী নিয়ামক।
বেড়ালটিকে নিয়ে হাসছি আনমনে,
ওর পুরুষ্ট দেহে
বিধাতা কতজন শকুনের খাবার দেবেন?
নিয়ম জানো?
জুন ২৪, ২০২২