সাদা সাদা বরফ , ধবল, সফেদ
বরফ আঙুলে হিম মাখা বিভেদ |
শিল্প বা শিল্পী , গল্প বা ঘটনায়
সূক্ষ্ম বোধের ভার জটিলতায় ,
ভয় নেই আর হারাবার কিছু
শক্ত , কঠিন পিছুটানের পিছু |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.