কেমনে রচিবে সে ফাল্গুনকাল
যাহা রয়ে যায় ধীরে, ঋতু পরিবর্তনের স্বরে, পরিণতিবোধে?
তবুও হেথায়, বাতায়নে বয়ে যায়
মৃদুমন্দ মলয়, ঘাসের লতায়, সবুজ পাতায়
আমি তাকিয়ে থাকি
শুধাই যেন তারে, কতদিন পরে এখানে ছায়ারা
জেগে ওঠে ছায়ারা, ছায়াদের ঘরে।
আমি ছুঁতে চাই সে আলো অন্ধকারে
যা মনের ভেতর রোদ, আলো বা অন্ধকার
সদ্যজাত হাতে তার ছুঁয়ে থাকে আঙ্গুল আমার
যে বসুধা, তারে ধারণ করে
তার ক্ষুদে মুঠো, আমার হাতের ভেতর
বাইরে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
তার ক্ষুদে হাতে, তার ক্ষুদে মুঠির
ছুঁয়ে থাকে যেথা, নুয়ে থাকে সময়
আমি ছোট ছোট সে হাতের ভেতর
পুরে রাখি হাওয়াই মিঠাই
হাতের মেহেদী পাতার ভিজে কাঁচা রং
আর এখন
সহজাত সুন্দর সে হাতে , স্বাভাবিকতায়
লিখে যায় জগতের তর
আমার ভেতর নিয়ে তার , জগতের অভ্যন্তর
Shifting Gears
How can she be old enough
To have a Learner’s Permit?
Yet here we are , parked in our driveway
Her behind the wheel, anxious to begin
I tell her
Learn the feel of the gear pattern
How each one clinks into its slot
As my hand guides hers
Scenery flashes by;
Her just born hand clutching my finger
The world she holds onto
Her pint sized hand seizing mine
When thunder rumbles overhead
Her grubby hand tugging me
toward
Some treasures she’s found;
her slender hand resting in mine
Fingers spread as I brush on
her first nail polish (Cotton candy pink
And now
this efficient,confident hand
of a girl starting her journey
away from me
Shifting into her future
Barbara blanks
http://www.austinpoetrysociety.org/