সাইয়্যেদ হুসাইন নাসর একজন কবি, যিনি ইরানী বংশোদ্ভূত এবং আমেরিকান নাগরিক।  তিনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির ইসলামিক শিক্ষা বিষয়ের অধ্যাপক। অসম্ভব বিদগ্ধ এই কবির কবিতার বৈশিষ্ট্য, তাঁর কবিতাগুলো আধ্যাত্মিক সাহসের কথা বলে, ব্যক্তিগত পার্থিব জীবনের বৈরাগ্য সাধনের কথা বলে। songs of  the  way  বা পথের সংগীতের পংক্তিগুলি  তাঁর এরকম একটি সৃষ্টি। এ সৃষ্টির অন্যতম একটি কবিতা cadence।

cadence কবিতাটি স্রষ্টার সাথে নৈর্ব্যক্তিকতার কথা বলে, অবিচ্ছিন্ন ঐশ্বরিক মুর্চ্ছনাৰ কথা বলে, সৌন্দর্যে, নিসর্গে, আত্মার মুক্তিতে।

কবিতা সংক্রান্ত একটি সাহিত্যসভায় এই কবিতাটি উচ্চারণের প্রয়াস পাই।  অন্য আর সবার মতোই, ভাবতে ভালো লাগে, শিল্প সাধনার অদেখা একটি ভুবন আছে, যা আত্মার মুক্তির কথা বলে, ব্যক্তিগত বিষন্নতার বাইরে, অন্তর্গত সত্যির কথা বলে।

সৎসাহসের।  সাহসী উচ্চারণের।  এবং বৈদগ্ধের।  

CADENCE LYRICS
By: Sami Yusuf & Seyyed Hossein Nasr

On That Moment Before All Moments,
On That Morn Before The World Was Born,
When We Did Thy Lordship Witness,
Seeing Thy Countenance, Hearing Thy Command,
Uttering The Yea That Echoes Forever Within,
Did We The Cadence Of Divine Music Hear.

In This Lowly World I Hear That Music Near And Far,
In The Plucking Of The Oud And The Tar,
In The Drone Of The Sitar And The Gong Of The Gamelan,
In The Haunting Melodies Of Those Monks
Singing In Unison Of Thy Glory,
In The Rhythmic Drumbeats Issuing From Verdant Forests,
And The Shepherd’s Ney Breathing Upon The Hills,
In All Those Voices Chanting Of The Love For Thee,
In All Music That Celebrates Thy Beauty Inviolable,
I Do Hear That Cadence Of Divine Music,
And So In The Chanting Of The Birds And The Singing Of The Whales,
In The Murmur Of The Wind Through Those Majestic Trees,
And Even In The Silent Invocation Of The Mountains And The Stars,
For Is Not The Substance Of All Thy Creation,
But Invocation Of Thy Blessed Names
Chanted In The Cadence Of Divine Music?

But Most Of All It Is In Solitude With Thee,
When I And Thou Are Alone In Intimacy,
That I Hear So Clearly The Cadence Of That Music Divine
Which I Heard On That Pre-Eternal Dawn,
And Which Ceases Not To Resonate Within,
Bearing Witness To The Reality Of Thy Presence,
Echoing The Cadence Of That Divine Music,
Echoes From The Myriads Of Created Beings
That Are But Nothingness Reflecting Thy Theophanies.

Let Me Be Alone In Thy Intimacy,
So As To Hear Again In The Clearest Of Sounds,
The Cadence Of That Music Divine
Which I Heard At The Moment Of Encounter With Thy Face,
In That Pre-Eternal Moment Of Creation,
The Moment That Is Now And Ever Shall Be The Eternal Now.