বিষন্ন বিকেলে পাখিরা কুলায় ফেরে , পৃথিবী অদ্ভুত সুন্দর এক আলোয় ভরে ওঠে, মায়াময় সে আলো সব কিছুকে স্পর্শ করে পরম যত্নে , তোমার মুখকে দেখে অনাদিকালের রহস্য মোড়ানো কোনো সৌন্দর্যের কথা মনে হয় , যে সৌন্দর্য অজান্তেই বেদনা জাগায় | অবেলায় ঘুমিয়ে পড়া শিশু সন্তানটির কোমল মুখটিকে মনে হয় জগতের সবচাইতে আরাধ্য সম্পদ | অনুপম সেই আলো একধরণের বিভ্রম সৃষ্টি করে সৌন্দর্য নিয়ে, সাধারণও অসাধারণ হয়ে ওঠে অদ্ভুত সে আলোর কল্যাণে | কৃতজ্ঞতা স্বীকার করবার অনেক আড়ম্বর চলে জীবনে , সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবার সময় টুকু ধীরে ধীরে কমে আসে সেই আয়োজনের ডামাডোলে |
ভোর বেলার ঘটনাটা একটু অন্যরকম | ভোরবেলা একটা প্রত্যাশিত সম্ভাবনার মতো , প্রতি ভোর বেলায় মনে হয় আলো না ফোটা সেই আঁধারের মাঝেও এক অনুচ্চারিত অপরিমেয় সম্ভাবনার কথা | সকাল বেলার আলো আর আঁধারের মিশেলে সেই সময়টায় জগতের প্রতিপালকের কাছে উচ্চারণ করতে ইচ্ছে করে অনেক ভালোর প্রত্যাশার কথা | জ্ঞাতে অজ্ঞাতে প্রতিনিয়ত সময় চলে যায় ঔদাসীন্য নিয়ে , কতটুকু আর সময়ই বা বাকি !
অতএব, তুমি তোমার প্রভুর কোন অনুগ্রহের কথা অস্বীকার করবে?