শার্ল বোদলেয়ারের আশ্চর্য মেঘদল আকাশে ভাসছিলো
সে আকাশের নীচে দাঁড়িয়ে অসুখী একজন মানুষ ,
সে মেঘ দেখেনি, সে আকাশের রং জানেনি
তার কিছু ভালো লাগছেনা ...
জীবন বৃথা, ব্যর্থ
সে বেরিয়েছে ...
তার কিছু ঘুমের ঔষধ দরকার
ক্লান্তিতে টোটকা তো সেটিই , তাইনা?
শার্ল বোদলেয়ারের আশ্চর্য মেঘদল আকাশে ভাসছিলো
সে আকাশের নীচে দাঁড়িয়ে অসুখী একজন মানুষ ,
সে মেঘ দেখেনি, সে আকাশের রং জানেনি
তার কিছু ভালো লাগছেনা ... ভীষণ মাথা ধরেছে
অবিলম্বে ঘুমের দরকার
ভাঁজহীন, নিশ্ছিদ্র নীরবতার মত
অথবা স্বপ্নহীন , গাঢ় মৃত্যুর মত |