ইদানীং খুব নেই কাজের ব্যস্ততা
লেখালিখি , লেখালিখি আর লেখালিখি
সময় কাটে এই আর কি !
আমি কবিতার রাশ টানি
তাকে কথায়, শব্দে, ছন্দে
সাজিয়ে গুজিয়ে দেই অনেক যতনে |
গভীরতম অনুভূতির ভেতর
আমি কবিতার ছুটি চাই
আর সে আমাকে বলে ,"চোখ মেলো |"
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.