ইদানীং খুব নেই কাজের  ব্যস্ততা
লেখালিখি , লেখালিখি আর লেখালিখি
সময় কাটে এই আর কি !

আমি কবিতার রাশ টানি
তাকে কথায়, শব্দে, ছন্দে
সাজিয়ে গুজিয়ে দেই অনেক যতনে |

গভীরতম অনুভূতির ভেতর
আমি কবিতার ছুটি চাই
আর সে আমাকে বলে ,"চোখ মেলো |"