অনেক কথাই বলা হলো , নিশিদিন শুধু বকবক
সাগর জলে রক্ত মেশে, খুন ফোটে যে টগবগ |
ভূমিকম্পে প্রাণ যায় যায় , বিশ্ব তাকিয়ে করে হায় হায়
কাগজ খানা মুচড়ে ছেঁড়ে, হতাশ মনের চুপসানো দায় |
এসো এবার | আহা ! ওটা নয় ! সামলাতে হবে কাঁচা বাজার !
রুই এনেছি , ডালের বড়ি ,হবে সর্ষে ফোঁড়ন, ঝোলের বাহার |
কেউ তো মরে ক্ষুধামান্দ্যে, কেউ মরে রোজ বিপুল ভুরিভোজে
পাত পেড়ে কেউ খেতে চেয়ে ডুকরে কাঁদে , সূক্ষ্ম কোনো লাজে |
আর বাকি নেই , হয়ে গেছে ! পাত্র আনো, চাই গরম পরিবেশন
ভাতের হাঁড়ির গরম ভাপে , মাছে -ঝোলে উষ্ণতারই পরম উদাহরণ
নুন হয়নি ! এই মরেছে ! কাঁচামরিচ চাও যদি আর দেব তোমায় দু একটি ?
রাঁধতে চেয়ে নুনের গরজ , বিশ্ব ধায় সে নুন আনতে, পাতে যখন বিচারকটি |