পাখিরা ফিরে আসে ,
বর্তমান ছুঁয়ে ছুঁয়ে
অতীতের কোনো এক পথে,
রোমন্থনের কুরুশ কাঁটায়
কোনো এক সুতো কে
আলগোছে তুলে নেবার জন্য ,
কথাটা খুব সত্যি, ভাবায় অবিরত ,
উড়ে যায় সময় ক্ষণজন্মা অতিথি
কোনো মুহূর্তের সত্য বর্ণ, সত্য স্বরের জন্য |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.