কিছু বুঝলাম না |
কি বুঝলেন না ?
আপনার কথাগুলো ...ঠিক বুঝলাম না |
প্রশ্নকারীর প্রশ্ন শুনে বক্তার মুখে হাসি দেখা গেলো |
তার পর তিনি কহিলেন
অসুবিধে নেই ...
সবই যদি বুঝেই ফেলবেন
তবে আমি কেন ?
তুমি আকাশের মতন উদার হবে
সবার তরে, অকাতরে
সুনীল সাগরের জলের মতো গভীর
নিরবচ্ছিন্ন, অবিরাম ....
হতে পারে কথাগুলো ক্লিশে
জীবনের ক্লিশেরও প্রয়োজন আছে
সর্বদা সত্য বলবার প্রয়োজনের মতন
মাখানো মাছ ভাতে ডালের আঘ্রানের মতন |
তোমায় আমি বয়ে যাই অবিরত , কোন এক ভারবাহী রথে ....
আর ভাবি ...
পেরিয়ে যাওয়া পথের প্রান্তে কোন ফলাফল অপেক্ষা করছে |