জটিল এক সময়ের মধ্যে
বসবাসরত জীবন
তবু যখন আকাশ ভেঙে বৃষ্টি নামে,
বিষন্ন ছাতের ওপর ,
মনে মনে ঠিক একটা গান গুনগুনিয়ে
ওঠে আপনমনে ,
আর ঠিক ঠিক কারণ হিসেবে জেনে যাই ,
কোনো এক দিন কবিতারাও যে বাড়ী ফেরে !
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.