অনাদিকালের সত্য বলে আদতেই কিছু কি আছে? বেকারত্ব বা অর্থ বিষয়ক নির্ভরশীলতায় তুমি দিনশেষে সবচাইতে ক্লান্তি বোধ করবে এই প্রসঙ্গে, কারণ জানালার বাইরে উড়ে যাওয়া প্রজাপতিকে ব্যখ্যা করবার চাইতে ক্লান্তিকর বিপদ আর কিছুই নেই !
এইগুলি ধর , বিশেষ আপ্তবাক্যে ব্যক্তিগত মুহূর্তের মত। ব্যখ্যা করতে গেলেই তুই তোর কাঁসার গেলাসও হারাবি, গেলাসের পানির তৃষ্ণাকেও। ওটা কার টিউবয়েল বা পুকুরের পানি এতো ময়লা কেন, এইসব প্রশ্নে। এই মুখ খোলাটা এতটাই বিপদ জনক। তুমি বললে।
আমি চুপ করে থাকলাম। আজকাল লিখে লিখে ভুলে যাই , কারণ বলে বলে ভোলার দিন শেষ প্রায়।
হেলথ ইন্স্যুরেন্স প্রশ্নে আটকে গেছে পুরোপুরি !
তবু আগত কালের সন্তানদের নিয়ে ভাবতে ভালো লাগে। ভবিষ্যৎ সুন্দর ভাবতে ভালো লাগে। আগামীকাল বর্তমানের সুন্দর স্বপ্ন এই ক্লিশে সত্যটাকেও ভালো লাগে। কোথাও গিয়ে বাঁচবার মতো ! যেখানে সত্যি বাঁচাটাই মুখ্য প্রশ্ন।
পথের মোড়ে দালির মেটামরফোসিস এর সাথে দেখা হলেও।
নিজেকেও নার্সিসাস মনে হলেও।
আলো ছায়ার পাতাবাহার জুড়ে রোদের খেলার মত। শিল্পবেলার বোধিকাল।
২৪ মে, ২০২৩