খাতার বুকে কালির আঁচড়
কখনো বিরাগ, কভু সমাদর |
বুকের চাপা, জমাট পাথর
কীইবা শ্রাবণ কীইবা ভাদর |
আখর গুলো ঝরতে থাকে
সাদা পাতায় , ঝাঁকে ঝাঁকে ....
ইলশে গুঁড়ি , নাটাই ঘুড়ি
যাতনা প্রহর,ঘুমের বড়ি |
বানভাসি সে কথার তোড়ে
স্বপন দেখি কোনো ভোরে
হিম কাঁপনে , দমকা হাওয়ায়
পশমি মমতা ঝুলছে দাওয়ায় |