ভালো থাকার চাইতে ভালো থাকার চেষ্টাটুকু
সেখানটাতেই রবির কিরণ
সেখানটাতেই রবীন্দ্রনাথ |
দিনশেষে কোনো এক আরশিতে মগ্ন সাধন
সেখানটাতেও দিনান্তের আভা
সেখানটাতেও রবীন্দ্রনাথ |
আমার ভালো না থাকাটুকুর অর্থ খোঁজা বৃথা
আমার ভেতর ভোরের আলো
সেখানটাতেও রবীন্দ্রনাথ |