সুরের মূর্ছনায় প্লাবিত সময়ের আগে
দহনের যন্ত্রণায় কাতরে ওঠা সময়ের আগে
হাতের মুঠোয় আশ্বস্ত করে রাখা ঘুমের বড়িরও আগে
আমাদের স্বপ্নে পুরোনো এক শিউলি গাছ ছিল |
ভোরে নতজানু গাছটির ঘাসে বিছিয়ে থাকতো
অজস্র, অগুনতি, ভোরের ঝরা শিউলি ফুল !
তোমাকে কোনোদিন বলা হবেনা হয়তো
কিছু কথা, স্মৃতি যে আমার কাছেও একান্ত!