যখন সময় হাতের মুঠোয়
বাস্তবতার দফারফা করে
হাঁটতে ভীষণ ইচ্ছে করে
পৌঁছুতে চাই মসজিদেরই ঘরে
তুমি বলো লিখন, পঠন
আমি দেখি দূষণ যে বার বার
সহীফা কালাম খোদাই আখর
আঁচড়ে মিছে ক্ষতি কেন আর ?
তুমি বলো শুদ্ধ সুরে, শুদ্ধ-বোধে
কাটিয়ে সকল জড়তারই ভার
ঘাসের বুকে লুটোপুটি , শিশু দুটি
শুদ্ধ স্বরে শিল্প গড়ে, জান্নাত, নয় নার |