পত্রিকার পাতায় তার কোনো কবিতা ছাপা হয়নি
তবু সে একজন কবি ছিল , একেবারে স্বভাবকবি |

মানব জীবনে কবিতা আসে বিভিন্ন ভাবে
দুঃখ, ক্রোধ, বিদ্রোহ অথবা, নিছক প্রেমের আনন্দে |
তার গল্পটা ও এর চাইতে ভিন্ন তর কিছু নয় |

শাড়ীর পাড়ের সুতোয় বোনা ঘন কাজের মতন,
তার কবিতা জুড়ে নির্জনতা কথা বলতো অনর্গল,

বলতো তিস্তা নদীর কথা, বলতো সুরমা নদীর কথা
আর বলতো ভারী বর্ষণ শেষে বর্ণালী রামধনুর কথা |
সে কবিতায় আনন্দ ছিল, ছিল সৌন্দর্য তার নির্মলতায় |

কবিতা তার জীবনে নিসর্গ আনে নি , আনে নি সত্য কথনের আকুলতা  
বেঁচে থাকতে হলে জন্মান্ধেরও অন্তর শুদ্ধ হয়  আত্মার আলোকে ,

আর তার আত্মার খোরাক ছিল আলোকবিন্দুর মতো শৈশব
যা জ্বলতে থাকে , নিভতে থাকে
মন-আঙিনার আলো আঁধারি তে , প্রতিবেশী পরাবাস্তবতায় |