আমার বাড়ীর পাশের নদী
নয়ন ভরা জল।
আমার বোধের পাশের যদি
ব্যঙ্গভরা ঝোল।