ক্ষণজন্মা
দাবাড়ু জীবনের ওপরে ঝুঁকে পড়া সময়ে
বড়ো হয়ে ওঠা জীবন আমার
আমি ভালোবাসতাম শব্দটিকে শেষে -ফলাদি
আমার লতায় পাতায় লতিয়ে ওঠা আত্মীয়তা জুড়ে ছিল দুশ্চিন্তায়
বাড়িটি ক্ষুদ্রকায়
পাশে ছিল এক সমাধিস্থল, রোমবংশীয়কাল
বোমারু বিমান আর ট্যাঙ্কার জুড়ে
শব্দ - কম্পমান জানালার |
অবসরপ্রাপ্ত এক শিক্ষক জাতকরহস্যবিশারদ ,
খেলোয়াড় - খেলুড়ে
সাল হয়তো হবে ১৯৪৪ সাল
যে দৃশ্যকল্প জুড়ে আমাদের গল্পের বাস ছিল
রং ওঠা পলেস্তারা খসা
কালচে টুকরোগুলো |
ধবল রাজা নিশ্চিহ্ন ছিল, নিখোঁজ
তার বিকল্প ছিল উপস্থিত
আমাকে জানালো , অবিশ্বাস্য
সেবার গ্রীষ্মে , চাক্ষুষ
টেলিফোন পোলে ঝুলে থাকা মানুষের লাশ
আম্মাকে মনে পড়ে
কানামাছি , বহু বহু কাল
ওভারকোটের ভেতর চটজলদি, আস্ত মাথায়
আমায় আড়ালে নেয়ায়
দাবায় , জানালো সে গুরু স্বর
গজল জুড়ে সে গজনবী প্রহরে বন্দীশে
গুরুকুল লড়াকু সে দাবাড়ু প্রহর
সমসাময়িক,সমীচীন |
জানুয়ারী ২৮ , ২০২৪
Prodigy
BY CHARLES SIMIC
I grew up bent over
a chessboard.
I loved the word endgame.
All my cousins looked worried.
It was a small house
near a Roman graveyard.
Planes and tanks
shook its windowpanes.
A retired professor of astronomy
taught me how to play.
That must have been in 1944.
In the set we were using,
the paint had almost chipped off
the black pieces.
The white King was missing
and had to be substituted for.
I’m told but do not believe
that that summer I witnessed
men hung from telephone poles.
I remember my mother
blindfolding me a lot.
She had a way of tucking my head
suddenly under her overcoat.
In chess, too, the professor told me,
the masters play blindfolded,
the great ones on several boards
at the same time.