ক্রমশ কোনো বোধ জেগে ওঠে , প্রচণ্ড সে ঝড়ের ভেতর
দমকা হাওয়া উড়িয়ে নিয়ে যায় , ভাসিয়ে নিয়ে যায় প্রহর |
ঘোচে ক্ষুদ্র দিনাতিপাত জীর্ণতা , আবদ্ধ ,সংকীর্ণ খাঁচার
জানালা খুলে দেখতে ইচ্ছে করে, নান্দনিক বর্ষণের ভেতর
ধাবমান সময়ের ভ্রূক্ষেপ ,আপামর তেতে ওঠা পৃথিবীর পর
কোথাও ফেরবার প্রবল তাড়না জাগে, প্রচণ্ড ঝড়ের ভেতর |