কোন এক দিন পৃথিবীর সমস্ত শুভেচ্ছা নিয়ে একটা রক্ত রঙা গোলাপ সৌরভ ছড়াবে
আমি সেখানে আমাকে খুঁজবোনা কোনোদিন, তোমাকেও না
আমাদের জীবনে সৌরভের প্রয়োজন ফুরিয়েছে, আখর গুলো আঁচড় কাটে শুধু
সর্বংসহা জীবন শুধু ক্ষুরধার যুক্তি খোঁজে , আরো পরাস্ত, আরো নতজানু হবার জন্য
সেখানে তোমার প্রয়োজন ফুরিয়েছে, সে বহুকাল আগেকার কথা বোধহয় |
তীব্র বিস্ময় নিয়ে পৃথিবীর গলিত শব দেহে পচনের চিহ্ন প্রশ্ন করে
ধুঁকে ধুঁকে মৃত্যুর মত কোনো এক ভাবে ধুঁকে ধুঁকে বাঁচাও কি সম্ভব ?
গাঢ় মৃত্যুর আলিঙ্গনেও ক্ষুধা থাকে , থাকে যোনি দেশে শিশু দেহের স্পন্দন
আর এতকাল ধরে এতটা মৃত্যু পাড়ি দিয়েও জেগে থাকে বহমান কাল
কোনো একটা ভোরের জন্য ...
কোনো এক সুনীল আকাশে ধবল মেঘেদের জন্য ...
কোনো একটা না ফোটা ফুলের ঘুমন্ত সৌরভের জন্য |
২৫শে ডিসেম্বর,২০২০