মুক্ত আকাশ তোমায় হেরে, প্রাচ্য ও প্রতীচ্যে, এক অভূতপূর্ব সম্ভাবনায়
যেমন করে আঁধার কাটে আলোর পরশে ,সুরের আবাহনে অসুরের লয়।
অমিত প্রকাশ বোনে গুচ্ছ শব্দ, সাজে বাক্য,আনন্দে,নব প্রাণের-উচ্ছ্বাসে
কিছু তার বুঝি আধেক,কিছু তার বুঝি না বা,একা জলের দরে যায় ভেসে।
গোধূলীবেলা রাঙা আলোয়, কনে দেখা আভা গলে, অস্ত রবি মোছে সময়
ফেলে আসা সুরের পানে,আকুল পারা সে সুরের টানে,ক্ষরণে নিঃশব্দ হৃদয়
গত যা হয় গতকালে, ফেরে না সে বর্তমানে, ক্ষীণ থেকে ক্ষীণতর আলোয়
শুধু মন খারাপ এই সন্ধ্যা গুলি বড্ড বেশী তোমার যেন, নীরবতায় বাঙ্ময়।।