সন্তানটির কারাতে ক্লাসে বসে ছিলাম অপেক্ষায়
অনেক গুলি বেল্টের স্তর , সাদা, হলুদ ,কমলায় ….
চোখ পড়লো লাল বেল্টের দিকে , নিচে লেবেল সাঁটা
বৃহৎ করে 'লয়ালটি' যার বাংলা 'বিশ্বস্ততা' হতে পারাটা
অস্বাভাবিক নয় , মনে মনে ধরে নিয়েছি তাই ….
কেন যেন প্রাচ্যের বিয়ের লাল শাড়ির কথাটাই |
নিপুণ কারুকাজের এক শিল্প , তবু অমোঘ যুদ্ধ ,
ক্ষতিগ্রস্ত কেউ মনে , আর চরমভাবে শ্বাসরুদ্ধ |
আর কারো ক্ষত থেকে খুন ঝরে , রক্তপাতে মুমূর্ষু
শেখায় শিল্প আমায় , তোমার কারাতে আর যুযুৎসু |