একটা গাছের সামনে দাঁড়িয়ে
তুমি জিজ্ঞাসা করলে ....
'বলতো গাছটার নাম কি ?'
আমি ঠিক উত্তরটি দিতে পারিনি |
কারণ....
জগতের সব তরুলতা এক মনে হয়
এক মনে হয় পৃথিবীর সমস্ত জলরাশি |
নির্বোধ সময় নিয়ে খেলছে অক্ষর ,
নিয়তি খেলছে অবিরাম , মুহূর্ত নশ্বর !
মনে থাকে নামধাম, যাবতীয় তুচ্ছ কথা
বিশাল পরিধি আরো , উন্মোচিত ব্যথা |
তবু ....
আজ মনে হয় , নিছক খেলায় নয় ,
হাঁটি হাঁটি পা পা , হেলা ফেলায় নয় |
ঝাঁ ঝাঁ রোদে বহুদূর, , হেঁটে পথ বন্ধুর
ছাতি ফাটা তৃষ্ণায় জলের যে স্বাদ .......
মুছে যাক তার কাছে ঘোর বিসংবাদ ,
পৌনঃপুনিক আবির্ভাবের সকল বিবাদ |