এক মুহূর্তের পলক ফেলতে না ফেলতে
অমিত সম্ভাবনা জাগে .... ভোরের মতো |
নিঃশব্দে কুঁড়ির মুখ খুলে যায়
যুগপৎ আনন্দ ও বিষন্নতায় |
পতন ও উত্থানের অসংখ্য মুহূর্তের মতো
একটা রক্তমাংসের দেহে প্রাণ ধুকপুক করে |
অনাদিকালের আকাশ আমার , আমার অনন্ত নক্ষত্রপুঞ্জ !
নোনাজলে , ধোঁয়াশায় কেন খুলে যায় ঘন বিষাদের নীলাঞ্জন ?