কবিতায় বিশ্বাস খালি গুলিয়ে ফেলা বুঝি অভ্যাস ?
কবিতার মাত্রায় তো শুধুমাত্রই কল্পনার বারোমাস |
যা নয়, যা নেই, যা হতে নেই তাই তো কবির কথা ,
কবিতার কথা, কবিতার খাতা আর কবিতার পাতা |
শুনে রাখো ,হাদীস কিছুও জানি,নাতিদীর্ঘ বা অতিদীর্ঘ বিবাদ
কবিতা শয়তানের আজান , উল্কি তার চিহ্ন , নারী তার ফাঁদ |
শুধু শোনে কারা জানো ? কবিতায় যারা শুভ্রতায় দেবতুল্য
অজানার ধাঁধায় জ্ঞান যার ফুটন্ত হাঁড়ির আঁচের সমতুল্য |
সেইসব অপরিপক্ব মুখসব , হাঁ করা মুখে কবিতার দলা
খাইয়ে দেবে নাকি ? সাথে ফাউ কিছু উদ্বৃত্ত কানমলা |