অচিন গায়েন কোন সুরে গাও ?
একমুহূর্তে পেরোয় যুগ,
টিমটিমে সে মোমের বাতি
বিস্মৃতি ঝুল ধায় সে মুখ |
মোমের আলোয় হাসছে প্রহর
আপন সকল সুক্ষ সুতো ,
দুঃখ হাসে , তুচ্ছে সর্বনাশে
যেন ভয়ের দরটি কত ?
আমার ভেতর আছেন তিনি
রবেন তাঁরই মমতায় ,
পদ্ম পাতার টলটলে জল
তবু অপার জীবন মহিমায় !