নীলাদ্রি আজ খুব ভোরে খুন হয়ে গেছে |
খবরটা নিয়ে সংবাদ মাধ্যম গুলোতে তোলপাড়
চলছে সকাল থেকে , হত্যাকাণ্ডের রোমহর্ষক বর্ণনা ,
মুক্ত চিন্তার অবাধ স্বাধীনতার ভবিষ্যৎ
ইত্যাদি নিয়ে পর্যবেক্ষণ -পাল্টা পর্যবেক্ষণ
চলছে সামাজিক মাধ্যম গুলোতে ....
নীলাদ্রি র সাথে আমার সখ্যতা বহুদিনের ,
নীলাদ্রি, যে এক ঝাঁক শব্দের পায়রা উড়িয়ে
তুড়ি মেরে উড়িয়ে দিতো সব ব্যাকরণ !
তার কবিতার শব্দের ফুল ফুলকি দিয়ে
জ্বলত -নিভত , ফিনিক দুধ সাদা জ্যোৎস্নায় |
সেই নীলাদ্রি এখন সাদা কাফনে আবৃত অসহায় ,
একটি লাশ হয়ে সমাহিত হবার অপেক্ষায় |
আমি অন্ধকারে একদিন নীলাদ্রি র কণ্ঠস্বর
শুনতে চেয়েছিলাম , গাঢ় , ঘনিষ্ঠ অন্ধকারে |
অন্ধকারের সেই গানগুলো এখন খুব ব্যক্তিগত কান্নায় পরিণত
বর্তমান এবং আগামীকালের দিন রাত্রির আবাহন সত্যতায় |