তোমার অনেক কথার ভেতর আমার রোদন ঝরে
নীরব কাঁদন , শিথিল বাঁধন , স্মৃতির কোমল সুরে |
ছবির পরে ছবি ভাসে , গুছিয়ে রাখা অতীত ক্ষণ
আঁধার করে বিষাদ জমে ,কুড়িয়ে পাওয়া পথের ঋণ |
ঘোর লাগা সে আকুল তৃষা ; কঠিন শীতল নীরবতা
পাথর সময় , বুকের পাঁজর , নীরব কোনো মুখরতা ||